Print Date & Time : 7 May 2025 Wednesday 1:47 am

বেনাপোল পৌরসভার নির্বাচনে আচরণবিধি মেনে চলার তাগিদ

নিজস্ব প্রতিনিধি,বেনাপোল:
বেনাপোল পৌরসভা নির্বাচনে আচরণবিধি মেনে চলার তাগিদ দিলেন ভ্রাম্যমান আদালত।

এসময় বড় ধরনের আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা না ঘটায় জরিমানা করেননি ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৩ জুলাই ) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
এসময় নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য প্রার্থী এবং কর্মীদের সতর্ক করেন তিনি ।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, বেনাপোল পৌরসভা নির্বাচনী ২০২৩ এর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের লক্ষে প্রশাসন কাজ করে যাচ্ছে।
সোমবার সন্ধ্যায় সকল প্রার্থীদের তোরণ নির্মাণ ও আলোকসজ্জাকরণের মাধ্যমে আচারণবিধি লঙ্ঘিত হয় এরকম অপরাধ এড়িয়ে চলার তাগিদ দেওয়া হয়। আজকের অভিযানে কোন জেল জরিমানা করা হয়নি বলে জানান তিনি।

দৈনিক দেশতথ্য// এইচ//