Print Date & Time : 23 August 2025 Saturday 7:23 pm

বেনাপোল পৌর জামায়াতের কর্মী সম্মেলন

মসিয়ার রহমান কাজল,বেনাপোল: বেনাপোল পোট থানার বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও শোকরানা মিছিল করছেন।

রবিবার বকািল সাড়ে ৩টায় বেনাপোল বাজার সরকারী প্রা:বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠতি হয়।

বেনাপোল পৌর শাখা কমিটির আমীর আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-৮৫, শার্শা-১, গণমানুষের নেতা এবং মনোনীত এমপি প্রার্থী।
বিশেষ মেহমান হিসেবে ছিলেন মাওলানা হাবীবুর রহমান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমীর।
রেজাউল ইসলাম বেনাপোলপোর্ট থানা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল
পোর্ট থানা শাখা কমিটির সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী,মাওলানা রিয়াসাত আলি,ও জামায়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মতিয়ার রহমান,মাওলানা ইয়াকুব আলী, মাওলানা ইলিয়াস আলী, মোঃনুরুল হক,ইয়ানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সারা বাংলাদেশের ন্যায় বেনাপোল কেন্দ্রীয় জামেমসজিদের সামনে থেকে একটিদ শোকরানা মিছিল বের হয়ে বেনাপোল বাজারের প্রধান সড়কে বিক্ষোভ করেন।