Print Date & Time : 1 August 2025 Friday 2:22 am

বেনাপোল পৌর নির্বাচন: নাসিরের ইশতেহার ঘোষণা

বেনাপোল(যশার) প্রতিনিধি।
১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌর সভার নির্বাচন। একটি স্মার্ট বেনাপোল গড়ে তোলার প্রত্যাশা করে শতভাগ নিষ্ঠা, সততা, স্বছতা ও জবাবদিহিতার সঙ্গে

বেনাপোল পৌর সভা পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মা: নাসির উদ্দিন।

মংগলবার (১১ জুলাই) বেলা ১২ টায় বেনাপোল আওয়ামীলীগ কার্যালয় ২৮ দফার এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানম্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নাসির উদ্দিন বলেন, প্রধানম্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে বেনাপোল নগরবাসীর সেবক হিসবে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার উদ্দশ্য ময়রপ্রার্থী হয়েছি। বেনাপোল নগরবাসীকে কাঙ্কিত উনয়ন সহ বেনাপোল পৌর সভাকে আধুনিক জনবান্ধব প্রতিষ্ঠান হিসবে গড়ে তুলতে আমি দঢ় প্রতিজ্ঞ।

জবাবদিহিতা নিশ্চিতকরণ ‘জনতার মুখামুখি ময়ের’ শীর্ষক নিয়মিত মতবিনিময়র মাধ্যম ওয়ার্ড ভিত্তিক সমস্যার সমাধান নিশ্চিত করব।
বেনাপোল পৌর সভাকে স্ত্রাস, চাদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত নগর হিসাবে গড়ে তালা হবে। পরিকল্পিত বক্ষরাপণর মাধ্যম নগরীক গ্রিন সিটি হিসাবে গড়ে তোলা হবে।

আগামী ১৭ জুলাই কেদ্রে গিয়ে নৌকা প্রতীকে ভাট দিয়ে জয়যুক্ত করে ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বেনাপোল পৌর সভাকে একটি উন্নত ও আদর্শ নগরী গড়ে তুলতে চান নাসির উদ্দিন।

এ সময় উপস্তি ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা মহিলা লীগের সভাপতি সালমা আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালহ আহমদ মিন্টু,মুক্তিযাদ্ধা কমান্ডার মুজাফফার হাসন ও নির্বাচন পরিচালনা কমিটির সম্বয়ক অহিদুজ্জামান অহিদ প্রমুখ।

দৈনিক দেশতথ্য// এইচ//