Print Date & Time : 30 July 2025 Wednesday 6:39 am

বেনাপোল স্থল বন্দরে আমদানী করা মাছের ট্রাকে থ্রিপিচের চালান

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:

বেনাপোল স্থলবন্দরে চোরাচালান প্রতিবোধে স্থাপিত স্ক্যানিং মেশিনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার সুযোগে মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ পথে চোরাচালান বেড়েছে। 

রবিবার দুপুরে আমদানিকৃত মাছের ট্রাক থেকে ৪ কার্টুনে ১ শত ২৯ পিচ উন্নত মানের থ্রী পিচের একটি চালান উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা। পণ্য চালানটির আমদানিকারক লাকি এন্টার প্রাইজ ও সোনালী সিঅ্যান্ডএফ এজেন্সী লিমিটেডের। ইতিপুর্বে নিষিদ্ধ ঔষধ, গার্মেন্টস সামগ্রী ও মাদকের কয়েকটি বড় ধরনের পণ্য চালান একাধিবার আটক করেছে কাস্টমস। অসৎ ব্যবসায়ীদের কারনে সাধারন ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ বয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথৈলা চৌধুরী জানান ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১১,২০২৪//