Print Date & Time : 11 September 2025 Thursday 3:43 am

বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ‘ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজিস ফর ফ্যাকাল্টি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “বর্তমান সরকার উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধু পাঠদান নয়, জ্ঞানচর্চা, নতুন আবিষ্কার ও উদ্ভাবনী শক্তি বিকাশের মাধ্যমেই জাতিকে এগিয়ে নিতে হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা গবেষণা প্রক্রিয়া ও পদ্ধতিগত বিষয়ে নতুন জ্ঞান অর্জন করবেন এবং তা শিক্ষার্থীদের মাঝে প্রতিফলিত হবে।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি গবেষণার বিভিন্ন পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, এবং গবেষণালব্ধ ফলাফল নীতি প্রণয়নে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।