বেরোবি প্রতিনিধি: এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পেলেন শহীদ আবু সাঈদের ছোটবোন সুমি খাতুন।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুমিকে সেমিনার অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে আপনাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো। সেখানে সুমির কাজে যোগদানের দিন থেকে তাঁর নিয়োগ কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের মো. মকবুল হোসেনের সন্তান।