Print Date & Time : 21 July 2025 Monday 4:38 am

বেরোবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

বেরোবি প্রতিনিধি ,ইবতেশাম রহমান সায়নাভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্পেইন।

রবিবার (২০ জুলাই ২০২৫) বেলা ১২টায় একাডেমিক ভবন – ২ এর নিচতলায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. তাজুল ইসলাম, পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল ও ড. ইলিয়াস প্রামাণিক, ছাত্র উপদেষ্টা, বেরোবি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োটেড (BioTED)-এর নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সগাতুল ইসলাম। তিনি থ্যালাসেমিয়া রোগের ঝুঁকি, প্রতিরোধ ও পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন,“ আমরা চাই না আর একটি শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে জন্ম নিক—সচেতনতাই একমাত্র প্রতিকার। “

বাঁধন বেরোবি ইউনিটের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ” এটা আসলে মূলত থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচি। সেচ্চাসেবীমূলক এ আয়োজন আমরা প্রায়ই করে থাকি। এই সেমিনারের মাধম্যে জনসচেতনতা বৃদ্ধি করার আমাদের মূল লক্ষ্য। এখানে আজকে ১০০জনকে বিনামূল্যে সেবা দেওয়া হবে।

বাঁধন বেরোবি ইউনিটের সভাপতি আল মামুন বলেন, ” আমরা হয়ত জানেন বাঁধন পূর্বেও এমন আয়োজন করে এসেছে৷ বাঁধন রংপুর ইউনিটের আয়োজনে আজকের এই ক্যাম্পেইন। রক্ত নিয়েই আমাদের কাজ। এরই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচি। আমরা রংপুরের প্রতিটি কোণায় থ্যালাসেমিয়া সচেতনতা পৌছে দিতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “থ্যালাসেমিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি। এ ধরনের ক্যাম্পেইন শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ‘বাঁধন’-এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তিনি আরও বলেন,“ বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। “