বেরোবি প্রতিনিধি :বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদের স্বরণে ও ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে দ্রোহের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়েছে।
গতকাল (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজিত হয়।
রঙ্গণ শিল্পগোষ্ঠীর আয়োজনে গানে গানে শহীদের স্বরণ করেন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। শহীদ আবু সাইদের স্বরণে অশ্রুজল নিয়ে গান শুনতে জড়ো হোন রংপুর শহরের বিভিন্ন জনগোষ্ঠীও।
গান শুনতে আসা নবম শ্রেণির শিক্ষার্থী ফয়েজ জানান, “আজ এখানে আমি প্রিয় আবু সাইদ ভাইয়ের কথা মনে করে এসেছি। ভাইয়ার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা উপভোগ করতে এসেছি। এখানে এসে আমার দেশের প্রতি ভালোবাসা আরও শতগুণে বৃদ্ধি পেয়ে গিয়েছে।”