Print Date & Time : 8 May 2025 Thursday 4:41 pm

বেরোবিতে বইমেলার সমাপনী

ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণন এর যৌথ উদ্যোগে ছয় দিনব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৪) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এসময় তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির কারণে মানুষের মাঝে বইপড়ার অভ্যাস কমে যাচ্ছে। বইমেলা বই পড়ার অভ্যাস তৈরিতে কার্যকর ভ‍ূমিকা রাখে। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি লেখালেখিতে মনোনিবেশ করারও আহবান জানান বেরোবি উপাচার্য।

সমাপনী অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক সংগঠন রণনের সভাপতি প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেরোবি শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, বেরোবি নীল দলের সভাপতি প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুনের সভাপতি উমর ফারুক।

এবারের বইমেলা বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়। আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//