Print Date & Time : 2 August 2025 Saturday 11:28 am

বেরোবিতে বিক্ষোভ

ইবতেশাম রহমান সায়নাভ :আওয়ামীলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দিয়ে চকবাজার হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা “১ ২ ৩ ৪, সাহাবুদ্দিন তুই গদি ছাড়”, “আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা”, “ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে” এসব স্লোগানে রাজপথ প্রকম্পিত করতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির বলেন, “এই ছাত্রলীগ আবু সাঈদ ভাইয়ের হত্যায় জড়িত আরো শত শত ভাইকে এরা নির্যাতন-হত্যা করেছে।

আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক। তাই অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হক। আর এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাদের একটা অংশ ফ্যাসিবাদের দোসর। আজ সে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন।”

আরেক শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘স্বৈরাচারীর দোসরদের এই বাংলার মাটিতে কোনো জায়গা নেই এবং আমরা তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। আইন অনুযায়ী তাদের নিষিদ্ধ করা হোক। বর্তমান রাষ্ট্রপতি আমাদের সঙ্গে খেলা শুরু করেছে, তবে আমরা চাই না তাকে জোর করে গদি থেকে নামানো হোক।”