বেরোবি প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যোগাযোগ, গবেষণা ও কর্মদক্ষতা বাড়াতে যাত্রা শুরু করেছে সেন্টার ফর কমিউনিকেশন, রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলস (সিসিআরসিএস)। উদ্বোধনী দিনে ‘রিজিউম ও জব সার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী।
বুধবার (১৩ আগষ্ট) বিকেলে একাডেমিক ভবন-৪ এ আয়োজিত কর্মশালায় ব্র্যাকের কর্মকর্তা মো. রাব্বী হাসান, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম এবং গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক সেশন নেন।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নজরুল ইসলাম ও প্রথম আলো’র রংপুর প্রতিনিধি জহির রায়হান উপস্থিত ছিলেন।
ড. নজরুল ইসলাম বলেন, “ক্যারিয়ার স্কিল উন্নয়নে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষতা গড়ে ওঠে চর্চা ও অভ্যাসের মাধ্যমে; সিসিআরসিএস হবে রংপুরের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
পরিচালক মাহামুদুল হক জানান, অলাভজনক এ কেন্দ্র বছরে ২৪টি প্রশিক্ষণ আয়োজন করবে। কার্যক্রমের মধ্যে থাকবে ইংরেজি ভাষা, যোগাযোগ, সংবাদ উপস্থাপনা, মাল্টিমিডিয়া রিপোর্টিং, সামাজিক মাধ্যম কনটেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও প্রকাশনা। চাকরি প্রত্যাশীদের জন্য থাকবে ক্যারিয়ার কাউন্সেলিং ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ।

Discussion about this post