বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার গ্রামের বাড়িতে যান।
গত ১৩ অক্টোবর রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
টঙ্গিতে গিয়ে উপাচার্য নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উপাচার্য বলেন, “নিলয়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং চিকিৎসার সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।” পাশাপাশি তার অসুস্থতার কারণে যাতে শিক্ষাজীবন বিলম্বিত না হয়, সে ব্যাপারেও সহায়তার আশ্বাস দেন তিনি।

Discussion about this post