Print Date & Time : 10 May 2025 Saturday 11:33 pm

বেশি দামে সার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বেশি দামে সার বিক্রির ও মূল্য প্রদর্শন না করার দায়ে সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে পৃথক দুটি অভিযানে এই জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার বিকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সার বাজার মনিটরিং করতে পৌরসভা ও অচিন্তপুর ইউনিয়নে অভিযান চালান।
এসময় বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের সার ব্যবসায়ী আল-আমিনকে ৩ হাজার ও পৌর শহরের মাছবাজারের সার ব্যবসায়ী চাঁন মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

অপরদিকে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকহাত সার বাজার মনিটরিং করতে রামগোপালপুর ইউনিয়নে পৃথক অভিযান চালান। এসময় বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ওই ইউনিয়নের সার ব্যবসায়ী মোঃ জামালকে ৫ হাজার ও ফিরোজ মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//