Print Date & Time : 16 July 2025 Wednesday 7:01 pm

বেশি নগর গ্রামের কাঁচা রাস্তা বেহাল দশা, পাকা রাস্তার দাবি

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেশি নগর গ্রামের দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে, যা গ্রামবাসীর জন্য এক ভীষণ দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর এই রাস্তার অবস্থা অপরিবর্তিত থাকলেও, বর্ষা মৌসুমে এটি আরও কষ্টদায়ক হয়ে ওঠে। হাঁটু পর্যন্ত কাদা আর জলাবদ্ধতায় স্থানীয়রা কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় রাস্তাটি অনিরাপদ হয়ে ওঠে। রাস্তায় কোনো যানবাহন পর্যন্ত আসতে পারে না। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক রোগী অবস্থাকে আরও খারাপ করে হয়ে যায়

শুধু রোগী নয় বেশীনগর শিক্ষার্থী প্রতিদিন এই কাঁচা সড়ক দিয়ে স্কুলে যাই। বর্ষাকালে রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে পড়ে যে, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়, ফলে তাদের পড়াশোনার আগ্রহ ও শিক্ষাজীবনে চরম ব্যাঘাত ঘটে এবং বেশি নগর, রাম নগর ও নওদা কুর্শা তিনটি গ্রামের কবরিস্থান চলাচল করা যায় না

গ্রামের কৃষকরা আরও বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি ছাতিয়ান ইউনিয়ন বেশি নগর ৯ নম্বর ওয়ার্ডে গোরস্তানর ফিল্ডের পাশে রাস্তাটা দেখার জন্য অনুরোধ রইলো।