বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও পরিচালিত জাতীয় দক্ষতামান ৩ থেকে ৬মাস মেয়াদী বেসিক ট্রেড কোর্স কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চালু রাখার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষনরত শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন চত্বরস্থ বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ইব্রাহিম হোসেন মিরাজের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচী শেষে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসককে।
এসময় নেতৃবৃন্দ বলেন, চলমান কারিগরি প্রশিক্ষন কার্যক্রমে প্রায় ৩হাজার ৭শ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দেশে ৩ লক্ষ প্রশিক্ষিত জনবল কর্মক্ষেত্রে যোগদান করছে। শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতী এই প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে ব্যবহারিক দক্ষতা অর্জন করে থাকে।
আন্দোলনকারীরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি প্রদান করেছেন সেখানে লিখিত দাবিগুলির মধ্যে রয়েছে- গত ০৮ সেপ্টেম্বর ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রেরিত নির্দেশনায় এক রেজুলেশন মারফত জানা যায় দ্রুততম সময়ে স্ব-উদ্যোগ এবং স্ব-অর্থায়নে পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৩৬০ ঘন্টা মেয়াদি ৩/৬ মাস মেয়াদি কোর্স সমূহ প্রধানমন্ত্রী কার্যালয়াধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ব্যতিত আর কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না।
বিষয়টি আমাদের চরম হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত ও স্ব-অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৩৬০ ঘন্টা বা ৩/৬ মাস মেয়াদি চলমান প্রশিক্ষণ কার্যক্রম এভাবে অন্য কোন নতুন সংস্থায় স্থানান্তর হলে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের আশংকা দেখা দিবে। সেই সাথে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বভার গ্রহণকারী ৩৭০০ প্রতিষ্ঠানের ২৫০০০ প্রশিক্ষক ও কর্মচারী এবং তদসংশ্লিষ্ট একলক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে চরম সংকটের সৃষ্টি হবে। সেকারণে উল্লেখিত বেসিক ট্রেড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পূর্ববত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাতে পরিচালিত হয় সেবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সু-দৃষ্টি প্রার্থনা করেন নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১২,২০২২//

Discussion about this post