Print Date & Time : 10 May 2025 Saturday 4:16 pm

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার ৫ই মে বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী চরখিদিরপুর হাজারীর চর জ্ঞানাঙ্কুর বুদ্ধ বিহার প্রাঙ্গনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিহার পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সংগঠন ও লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, নির্বাহী সদস্য শিক্ষক প্রদুল কান্তি দে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিহারের অধ্যক্ষ কর্মবীর সরণশ্রী ভিক্ষু, রেবতোশ্রী ভিক্ষু, জ্ঞানাঙ্কুর বুদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি আশীষ বড়ুয়া, সাধারণ সম্পাদক আশুতোষ বড়ুয়া, অর্থ সম্পাদক প্রকাশ বড়ুয়া, জেশু বড়ুয়া, ত্রিশঙ্কর বড়ুয়া, সমীরণ বড়ুয়া, মানিক বড়ুয়া, দ্বীপায়ন বড়ুয়া, মানষ বড়ুয়া, পুলক বড়ুয়া প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//