Print Date & Time : 15 May 2025 Thursday 10:35 am

বোয়ালখালীতে শ্যামা পূজা উপলক্ষে বীণাপাণি সংগঠনের নিমন্ত্রণ পত্র হস্তান্তর

আগামী ৩১ ও ১ অক্টোবর বিনয়বাঁশী জলদাসের বাড়িতে শ্যামা পূজা উপলক্ষে বীণাপাণি সংগঠনের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর পক্ষে সাংবাদিক পূজন সেন, ও বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্যামল বিশ্বাস বরাবরে নিমন্ত্রণ পত্র হস্তান্তর করেন বীণাপাণি সংগঠনের নেতৃবৃন্দ।

আজ ২৯ অক্টোবর বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডস্থ ছন্দারিয়া গ্রামে উক্ত নিমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, বীণাপানি সংগঠনের সভাপতি বাবলু দাস, সাধারণ সম্পাদক ছোটন দাস, কোষাধ্যক্ষ সাগর দাস, সংগঠনের সদস্য সুমন দাস ও সজল দাস প্রমূখ।

উল্লেখ্য নিমন্ত্রণ পত্র হস্তান্তর কালে প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি