Print Date & Time : 12 May 2025 Monday 10:57 am

বোয়ালখালী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চট্রগ্রাম প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২) সকাল দশটায় বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এই আয়োজন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর
প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাশ ও পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বাংলাঢোল বিভাগের দশজন ঢোলবাদক শিল্পীদের সমন্বয়ে ঢাক-ঢোল ও সানাইয়ের সুরে বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক মনমুগ্ধকর ঢোলবাদন পরিবেশন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর। এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্ণেট বাদক বিমল জলদাস, ঢোলবাদক দোলন জলদাস, বিধান দাস, ঢোলবাদক আকাশ দাস, সজল দাস, আকাশ দাশ, অনিক দাস প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//