যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড(বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে রাজিব সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে।
সাধারণ সম্পাদক পদে রাজিবুর রহমান রাজিব পেয়েছেন ১ হাজার ১ শত ৭৮ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী শান্তা বাকী পেয়েছেন ৫ শত ৫৯ ভোট।সাধারণ সম্পাদক রাজিব জানান বোস্টন প্রবাসী বাংলাদেশিরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে সশরীরে উপস্থিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছে।
রাজিবের জন্ম বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ নুন্তার ছেলে। বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর ৫২ বৎসরের ইতিহাস, কুষ্টিয়ার ছেলে সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড(বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে রাজিবুর রহমান রাজিব বিজয়ী হয়ে সকল ভোটার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কুষ্টিয়ার পৌর ১৬ নং ওয়ার্ডের হরেকৃষ্ণপুরের কৃতী সন্তান রাজিবুর রহমান রাজিব সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হলেন।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “গত
১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সম্মানিত সদস্যবৃন্দ যেভাবে স্বতস্ফুর্ত অংশগ্রহনে ভোট প্রয়োগ করেছিলেন তা সত্যিই প্রশংসনীয় এবং অবিশ্বরণীয় ঘটনা। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ ডিসেম্বর ২০২৩

Discussion about this post