রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বিনা নোটিশে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পিঁয়াজ হাটির সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩০ বছর যাবৎ উক্ত স্থানে ব্যবসা পরিচালনা করে আসলেও আজ হঠাৎই কোন নোটিশ ছাড়া তাদেরকে উচ্ছেদে আসে প্রশাসন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের বাঁধার মুখে তা সম্ভব না হলে প্রশাসন উচ্ছেদ স্থগিত করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এর সাথে কথা হলে তিনি জানান, বাজার উন্নয়নের জন্য একটি সুপার মার্কেট নির্মান করা হবে। আর এই জন্য ঐ স্থানটি নির্ধারিত হয়েছে। এখন সুপার মার্কেটের জন্য যায়গাটি খালি করা প্রয়োজন। কোন প্রকার নোটিশ ছাড়া উচ্ছেদ কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উন্নয়নের সার্থে সরকার যে কোন যায়গা নিতে পারে। আর বাজারের এই যায়গাটি সরকারের তাই সরকারের প্রয়োজনে যে কোন সময় তা নিতে পারে এবং তা দখলে সরকার যে কোন প্রদক্ষেপ গ্রহণ করতে পারে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post