নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির আহ্বানে কুষ্টিয়ায় করোনাকালীন দুঃসময়ে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে বড় মাপের খাদ্য সামগ্রীর বিতরনের মধ্যদিয়ে ব্যবসায়ী সমাজ এগিয়ে আসায় তাদের প্রতি আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের অডিটোরিয়ামে জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের একত্রিত করে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম এই সভার আয়োজন করেন। ব্যবসায়ীদের
মিলন মেলায় পরিণত হয় সভাস্থল। প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই জেলায় কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হয়না। কোন চরমপন্থী সন্ত্রাসীর জিম্মি দশায় থাকতে হয় না। রক্তাক্ত এই প্রান্তরে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির প্রিয় নেতা মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়ায় বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার পেছনে হানিফএমপি র বিশেষ অবদান কৃতজ্ঞতার সাথে স্মরন করে ব্যবসায়ী সমাজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম
হানিফ এমপি। সভাপতিত্ব করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম। বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের
সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা ওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, রশিদ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ, দেশ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, কেএনবির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির, সনো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসে, ডাঃ এসএম মুস্তানজিদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি
রাশেদুল ইসলাম বিপ্লব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, এই কুষ্টিয়া আমাদের। যখন এই জেলার অসহায় মানুষেরা করোনার সময়ে দিশেহারা হয়ে পড়েছিলো ঠিক সে সময় আমার আহ্বানে আপনারা সাড়া দিয়েছিলেন। আপনাদের সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা হাত প্রসারিত করেছেন। ব্যবসায়ীদের প্রতি মানুষের ধারণা পাল্টেছে। তিনি আরও বলেন, কৃষকের পাশাপাশি বর্তমান সময়ে ব্যবসায়ীরা দেশের প্রাণ। অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের বিকল্প নেই। কুষ্টিয়ার ব্যবসায়ীরা মানবিক তা প্রমান হয়েছে করোনাকালীন সময়ে। এর আগে দুপুরে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি তার বাসভবনের সামনে চেক বিতরন করেন। এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ লাইফ সাপোর্ট
এ্যাম্বুলেন্স উপহার দেন এবং মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। বিকেলে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও খেয়া রেস্তোরায় এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

Print Date & Time : 21 April 2025 Monday 2:53 pm