Print Date & Time : 22 April 2025 Tuesday 1:06 pm

ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে কেন মেসার্স/ট্রেডার্স/ব্রাদার্স/এন্টারপ্রাইজ প্রোঃ লেখা হয়

সাইন বোর্ডে লেখা আছে মেসার্স সিন্ধু এন্ড কোং। সিন্ধু এন্ড কোং অর্থ বুঝলাম। এর আগে মেসার্স লেখা কেন? এই মেসার্সের মানে কি? এটাই হলো আলোচ্য বিষয়।

আগে জানতে হবে মেসার্স শব্দের অর্থ কী। এটা ফরাসি শব্দ থেকে এসেছে। এর মুল শব্দ হলো মসিয়ার। মশিয়ার এর অর্থ হচ্ছে জনাব/মহোদয়। বহুবচনে এর উচ্চারণ হবে মেইসিয়ারস। মেইশিয়ারস এর সংক্ষিপ্ত রূপ হলো মেসার্স (Messrs)। মেসার্স শব্দের বাংলা অর্থ হচ্ছে সর্বজনাব /ভদ্রমহোদয়গণ।

ইংরেজিতে মিস্টার শব্দের বহুবচন হচ্ছে মেসার্স। কোন প্রতিষ্ঠানের মালিক একাধিক ব্যাক্তি হয় তাহলে মেসার্স শব্দটি ব্যবহার হবে। সে ক্ষেত্রে মালিক যদি একাধিক ব্যাক্তি হয় তাহলে মেসার্স লেখা যায়। আবার মেসার্স সিন্ধু এন্ড কোং। এই কোং এর ফুল ফর্মেট হলো কোম্পানি। কোম্পানি হলো সরকারের আইন মেনে নিবন্ধিত শেয়ার হোল্ডারদের লাভ লোকসান ভিত্তিক প্রতিষ্ঠান। এর মানে হলো সিন্ধু এবং আরও অনেকের সমন্বয়ে নিবন্ধিত ব্যাবসা প্রতিষ্ঠান।

তবে যেসব প্রতিষ্ঠান একক ব্যক্তি বা মানুষের নামে নয় তাদের ক্ষেত্রে মেসার্স লেখা ঠিক হবে না। যেমন: প্রতিষ্ঠানের নাম যদি সুন্দরবন ট্রেডার্স হয় তাহলে মেসার্স সুন্দরবন ট্রেডার্স, লেখা যাবে না। কারণ সুন্দরবন কোন ব্যাক্তি বর্গ নয় তাই এখানে মেসার্স বা সর্ব জনাব লেখা ব্যকরণের নিয়ম বর্হিভূত।

ট্রেডার্স: এই ইংরেজি শব্দের মূল উৎস হলো trade। ট্রেড থেকে হয়েছে trader। এই শব্দের বাংলা অর্থ হলো ব্যবসায়ী। আর trader এর বহুবচন হলো ট্রেডার্স। ট্রেডার্স শব্দের অর্থ ব্যবসায়ীগণ। সেই হিসেবে ট্রেডার্স বলতে একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান বোঝায়। যে প্রতিষ্ঠানের মালিকগণ প্রতিষ্ঠানের পক্ষে পণ্য কিনে এবং বিক্রি করে তারাই ট্রেডার্স। আর যারা পণ্য উৎপাদন করে বিক্রি করে তারা ট্রেডার্স নয়। যেমন: যেমন বি আর বি কেবলস কোন ট্রেডার্স নয়।

এন্টারপ্রাইজ: এন্টারপ্রাইজ ইংরেজি শব্দ। এর অর্থ হলো উদ্যোগ। যারা উদ্যোগী হয়ে নিজেরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করে এবং ঝুঁকি নিয়ে তা পরিচালনা করে তারা এন্টারপ্রাইজ শব্দটা ব্যবহার করে। সেই অর্থে এন্টারপ্রাইজ হলো এক ধরনের উচ্চাভিলাষী ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেমন: ডিটি এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটির নামে এক কথায় ব্যবসার ধরন বুঝা যায় না।

ব্রাদার্স: ব্রাদার্স কথাটির মুল অর্থ না জানলেও ব্রাদার্স খুবই পরিচিত একটি শব্দ। যেমনঃ বিআরবি এর ফুল ফর্ম বজলার রহমান এন্ড ব্রাদার্স। অন্য ক্ষেত্রে পেশা বা সমিতিভুক্ত ব্যক্তিবর্গও হতে পারে।

আরও সহজ করে বলা যায়, একক উদ্যোগের ক্ষেত্রে এন্টারপ্রাইজ, একাধিক ব্যক্তি হলে মেসার্স, সমষ্টির ক্ষেত্রে সাধারণত ব্রাদার্স, বেচা কেনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত ট্রেডার্স নাম ব্যবহৃত হতে দেখা যায়।

আবার একক মালিকানায় পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকের নাম বুঝাতে প্রোঃ অমুক লেখা হয়। এই প্রোঃ এর মানে হলো প্রোপাইটার।