Print Date & Time : 11 July 2025 Friday 11:49 pm

ব্যারিষ্টার আনিসুল ইসলামের সাথে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের প্যানেল স্পীকার ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে ঈদুল ফিতরের দিন বিকেলে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা তার গ্রামের বাড়ীতে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি হাটহাজারী প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলাভাবে আলাপ করেন। এমপি আন্তরিকতার সাথে ক্লাবের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে তিনি ক্লাব নেতৃবৃন্দের সাথে ফটোসেশনে অংশ নেন।

এ সময় হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, সিঃ সহসভাপতি শিমুল মহাজন, সহসভাপতি মোঃ হোসেন, দফতর সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমূল, সদস্যবৃন্দ যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ও পাক্ষিক উত্তর চট্টলা সম্পাদক এম দিদারুল আলম দুলাল, আজিজুল ইসলাম স্বপন,মোঃ আলাউদ্দীন,মোঃ নাজিম উদ্দীন, মোঃ পারভেজ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ শামীম।

উল্লেখ্য, ব্যারিষ্টার আনিস গত ১০ এপ্রিল হাটহাজারী উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় হাটহাজারী প্রেস ক্লাবের নবনির্মিত অফিস ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। এছাড়া একইদিন তিনি হাটহাজারী প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//