Print Date & Time : 2 July 2025 Wednesday 10:04 am

ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে ফিল্ম সোসাইটির মতবিনিময়

সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক বিশ্ববরেণ্য আইনজীবী ব্যারিষ্টার এম. আমিরুল ইসলাম তনয়া ও প্রখ্যাত আইনজীবী ব্যারিষ্টার তানিয়া আমিরের সাথে কুষ্টিয়া ফিল্ম সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তানিয়া আমীরের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব এবং মাসব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে চলচ্চিত্র প্রদর্শনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভার পরিকল্পনা ব্যাক্ত করা হয়েছে।

বাংলামোটর কনকর্ড টাওয়ারে আমির এন্ড আমির এসোসিয়েটস এর কার্যালয়ে সম্প্রতি এ সভ অনুষ্ঠিত হয়।

প্রখ্যাত চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল সহ বেশ কিছু গুণী চলচ্চিত্রাকারের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণসহ সকল প্রজন্মের দর্শকের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা ব্যাক্ত করেন ব্যারিস্টার তানিয়া আমির।

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের আইন সম্পাদক অ্যাড. পলল এ সময় ফিল্ম সোসাইটির কার্যক্রম ও কুষ্টিয়ার চলমান সাংস্কৃতিক কর্মকান্ড বিষয়ে ব্যারিস্টার তানিয়া আমীরের সাথে মতবিনিময় করেছেন। তিনি মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব এবং মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সার্বিক সহযোগিতার আকাঙখা প্রকাশ করেন।

আগামী অক্টোবরে একটি প্রস্তুতি সভা ও প্রদর্শনীর মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে অ্যাড. পলল জানান।
এ সময় ব্যারিস্টার তানিয়া আমির জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে সকল সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক এ অনন্য সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে সকল কুষ্টিয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৩.২০২২//