রোমান আহমেদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কাও রয়েছে
উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে থেকে সরকারি দলের নেতাকর্মীদের নাম ভাঙিয়ে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে ফসলি জমি ভরাট করা হচ্ছে। ১০ দিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। উপজেলা প্রশাসন ব্রহ্মপুত্র নদে ড্রেজার মেশিন বন্ধ করতে একাধিকবার অভিযান পরিচালনা করলেও নদ থেকে বালু উত্তোলন বন্ধ হয়নি।
স্থানীয়রা আরও জানান, ড্রেজার মালিক ক্ষমতাসীন ব্যক্তি হাওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। ফসলি জমি ভেঙে গেলেও কেউ তাঁদের বিরুদ্ধে কথা বলতে পারবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করছে। পাশেই আরেকটি ড্রেজার মেশিন বসানোর প্রস্তুতি চলছে। নদী থেকে বালু যাচ্ছে স্থানীয় এক বিদ্যালয়ের পাশে আবাদি জমিতে।
এ বিষয়ে ড্রেজার মালিকদের সাথে কথা বলতে চাইলে তাদের পক্ষ থেকে কেউ মুখ খুলেননি।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ দেশতথ্য কে বলেন, বিষয়টি আমার জানা ছিল না জানলাম বিষয়টি । আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলবো।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা দেশতথ্য কে বলেন, মাটি উত্তোলনের এ বিষয়টি আমার জানা ছিল না। ড্রেজার মেশিন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//