রোমান আহমেদ, জামালপুর : জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে স্বপন দে (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১এপ্রিল) বিকাল ৫টায় বানিয়া বাজারের নিচে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
মৃত স্বপন দে শহরের পালপাড়া এলাকার সুবীর দের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পাশেই ড্রেজার দিয়ে মাটি কাটার গভীর গর্তে ডুবে যায়। অনেক খুঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিসের লিড়ার সাইফুল ইসলাম জানান, আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাই শ্মশান ঘাটের কাছে একটি ছেলে নদীতে ডুবে গেছে। তারপর আমরা এসে ত্রিশ মিনিটের মত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। লাশটি স্বজনের কাছে হস্থান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//