রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কলেজছাত্র মাহতাবুল রহমান বাবুর (১৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মাহতাবুল রহমান বাবু।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, বৃহস্পতিবার তিন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসলে যান বাবু। সঙ্গে দুজন বাচ্চাও ছিলো। গোসল করতে গিয়ে প্রথমে একটি বাচ্চা গর্তে আটকে যায়। তখন বাচ্চাটিকে উদ্ধার করতে যায় বাবু। বাচ্চাটিকে উদ্ধার করতে পারলেও তাকে আর খোঁজে পাওয়া যায় নি। গতকাল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি। আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post