চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রীজঘাট বাজারটি ইজারা না দেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক)।
২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) অমল গুহ স্বাক্ষরিত এক চিঠিতে জমিটি ইজারা না দেওয়ার নির্দেশনা জানিয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানিয়েছেন।
গতকাল বিকেলে সিডিএ প্রেরিত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ দীপক চাকমা।
তিনি জানান, ‘সিডিএ একটি চিঠি পাঠিয়েছেন। এতে ব্রিজঘাট সন্ধ্যাবাজারটি যে জায়গায় বসে সেটি তাঁদের অধিগ্রহণকৃত জমি হওয়ায় ইজারা না দিতে অনুরোধ জানিয়েছেন। চিঠিটি ইউএনও স্যারকে পুটআপ দেয়া হয়েছে। উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
ওদিকে, চউক বৃহত্তর জনস্বার্থে অধিগ্রহণকৃত জমির সঠিক ব্যবহার প্রসঙ্গের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একই চিঠির অনুলিপি প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চউকের চেয়ারম্যান পি.এ.টু।
চিঠিতে সিডিও উল্লেখ করেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) কতৃক বাস্তবায়িত ব্রীজঘাট হতে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এল.এ মামলা নং-১২/৬৭-৬৮ এবং ১৫৪/৬৭-৬৮ মূলে চরপাথরঘাটা মৌজার আর.এস ৩৩৫ ও ৩৫৩ দাগের আন্দর বি.এস ৩ নং খতিয়ানভূক্ত বি.এস দাগ নং-৬৬ ও ৮৪ চউক কতৃক অধিগ্রহণ করা হয়।
অধিগৃহীত জমিতে রাস্তা নির্মাণ করে অবশিষ্ট জমি ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এল.এ মামলা ও বি.এস খতিয়ান মূলে উক্ত জমিটি চউক এর দখলীয় ও মালিকানাধীন।
চিঠিতে আরো উল্লেখ করেছেন, এল.এ মামলা মূলে অধিগ্রহণকৃত চউক এর মালিকানাধীন উক্ত জমি ইজারা প্রদান বা অন্য কোন কার্যক্রম গ্রহণের অবকাশ নাই। ইতিপূর্বেও জমিটি ইজারা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হলেও চউক এর আপত্তির প্রেক্ষিতে উক্ত জমি ইজারা তালিকা থেকে বাদ দেয়া হয়। সুতরাং আলোচ্য জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদকে একাধিকার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, সিডিএ প্রেরিত একটি চিঠি আমিও পেয়েছি। এখনো ওই চিঠির প্রতি উত্তর দেওয়া হয়নি। ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এর ভারপ্রাপ্ত সচিব অমল গুহ বলেন, ‘কর্ণফুলীতে চউকের পতিত জমিতে থাকা ব্রীজঘাট বাজারটি উপজেলা থেকে ইজারা দেওয়ার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাকে ইজারা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
দরপত্র বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার ১০টি হাটবাজার ইজারা দেওয়া তালিকায় ৮ নম্বর ক্রমিকে চরপাথরঘাটার ব্রীজঘাট সন্ধ্যাবাজারটি ইজারা দিয়েছেন। এবারেই প্রথম বাজারটির ইজারা সরকারি মূল্য দেখানো হয় ২ লক্ষ ৬৬ হাজার ৭৫০ টাকা। যার সিডিউল মূল্য ১২শ টাকা। আগামী ১লা মার্চ থেকে ৩০ শে মার্চ পর্যন্ত চতুর্থ পর্যায়ে সিডিউল বিক্রয় ও গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, বাজারটি ইজারা নিতে কয়েকটি অসাধু সিন্ডিকেট মহল সক্রিয় হয়েছে। যাতে বেশি মূল্যে বাজার ডেকে সাধারণ ক্রেতা বিক্রেতার উপর অর্থ আদায়ের চাপ আসে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//