Print Date & Time : 21 April 2025 Monday 12:51 pm

ব্রীজে সেলফি গিয়ে ট্রেনের ধাক্কা: পানিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু!

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিজে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার বিকেল ৫ টার দিকে গড়াই রেলওয়ে ব্রিজে এই ঘটনা ঘটেছে। নিহত ওই ছাত্র নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে ছামি হোসেন (১৪)। সে কুমারখালী এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র । ছামির চাচা আরিফুল জানান, বিকেলে ওই ব্রিজের উপর চার বন্ধু একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে তুহিন (১৪), রিপন শেখের ছেলে বাঁধন (১৩) ও আলমগীর হোসেনের ছেলে রাজ্জাক (১৫) মোবাইলে সেলফি তুলতে ছিল। এসময় ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় ছামি গড়াই নদীতে পড়ে যায়। কুমারখালী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ব্রীজ থেকে ছেলেটি নদীর যে স্থানে পড়েছে সেখানে পানি গভীর হওয়ার কারণে লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে খুলনা থেকে ডুবুরি রওনা হয়েছে তারা পৌঁছালে মরদেহ উদ্ধার করা যাবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, সপ্তম শ্রেণীর এক ছাত্র রেলওয়ে ব্রীজের উপর মোবাইলে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে মারা গেছে। এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

এবি//দৈনিকদেশতথ্য//১১মার্চ, ২০২২//