মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ব্লগার আসাদ নুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর যুব সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিন করে। বিক্ষোভে শত শত মুসল্লী অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল পূর্বে মানববন্ধনে বক্তারা বলেন, আসাদ নুরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কোন নাস্তিককে প্রকাশ্যে চলাচলের সুযোগ দিলেও তারা সমাজকে বিভ্রান্ত করবে। কারন এরা নাস্তিকতার নামে ইসলামকে অবমাননা করছে প্রতিনিয়ত। আসাদ নুর একজন আত্মস্বীকৃত নাস্তিক। সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে এবং পবিত্র কুরআন নিয়ে জঘন্য অবমাননাকর উক্তি করেছে। ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ে প্রকাশ্যে কটুক্তি করেছে। তাকে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে।
বক্তারা আরো বলেন, আসাদ নূর ডাস্টবিনের কীট। সেই আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করেছে। আমরা কুষ্টিয়াবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১১,২০২৩//