Print Date & Time : 5 May 2025 Monday 2:02 pm

ভটভটির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাটে শ্যালইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ বুধবার বিকালে জেলার শহরের অদুরে সাপ্টিবাড়ি বাজার সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে।

মৃতদেহটি অজ্ঞাত পরিচয়ে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে, জেলা শহরের অদুরে সাপ্টিবাড়ি বাজার সংলগ্ন (গ্রামীণ ব্যাংকের) সামনের মহাসড়কে সড়কে নিষিদ্ধ তিন চাকার শ্যালইঞ্জিন চালিত ভটভটির ধাক্কার গুরুতর আহত হয়। তাকে পথচারী উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু ঘোষনা করেন।
এদিকে ভটভটিতে ছিল প্রায় একশত বস্তা সরকারী চাল। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের প্রধান সহকারী হেমায়েত জানান, জেলার কোন সরকারী গোডাউন হতে চাল সরবরাহ করা হয়নি। শুধুমাত্র কাকিনা পয়েন্ট হতে হাতীবান্ধা পয়েন্টে সরকারী চাল পরিবহন হওয়ার নির্দেশনা রয়েছে। সাপ্টিবাড়ি বিসিক শিল্প নগরীতে সরকারী চাল সরবরাহ করার কোন চুক্তিভুক্ত প্রতিষ্ঠান নেই। এই সরকারী চালের বস্তা কোথায় হতে এলো, প্রশ্ন উঠেছে কোথায় যাচ্ছিল। দুর্ঘটনার পর পর ভটভটি চালক ও হেলপার পালিয়ে গেছে। চালের মালিকানাও তাৎক্ষনিক কেউ দাবি করেনি।
আদিতমরী থানা ওসি মাহমুদুন্নবী জানান, ভটভটির ধাক্কায় নিহত বৃদ্ধার এখনো পরিচল মিলেনি। লালমনিরহাট সদর হাসপাতালে মৃতদেহ রয়েছে।

সরকারী চাল বোঝাই ভটভটিটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//