খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীতে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় শুরু হয়ে নৌকা বাইচ চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
এসময় প্রতিযোগীতা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, স,ম মুস্তাফিজুর রহমান দুলু, প্রহ্লাদ ব্রহ্ম, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপির নেতা এম এ সালাম, সরদার দৌলত হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির নেতা শেখ শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, মুজিবুর রহমানসহ আরোও অনেকে।
নৌকা বাইচ প্রতিযোগীতায় মুস্তাফিজুর রহমান টিটুর নৌকা ১ম স্থান অর্জন করে।এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//

Print Date & Time : 21 August 2025 Thursday 4:56 pm