মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে ভবণের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মো.জামাল উদ্দিন (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নাজিরহাট ঝংকার মোড় এলাকার ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফ সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক জামাল উদ্দিন হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়াডস্থ চারিয়া গ্রামের পশ্চিম সিকদার পাড়ার কবির আহমদ বাড়ীর এবং মো.আবদুস ছালামের পুত্র।
নিহতের প্রতিবেশী শারাফাত দুপুরের দিকে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামাল উল্লেখিত এলাকায় থেকে নির্মানাধীন ভবনটিতে দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। সেখান থেকে সপ্তাহে একদিন চারিয়ার নিজ বাড়িতে ছুটি কাটাতো আসতো সে। ঘটনার দিন শনিবার সকালে ওই ভবনের তিন তলায় কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হয় জামাল। ঘটনার পর পর সহকর্মীরা সহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবনটির মালিক মো. কাশেম জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। শনিবার সকালে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বেলা আড়াইটার দিকে জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিকটস্থ থানা পুলিশকে জানানো উচিৎ ছিলো। পুলিশকে না জানানোটা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা। বিষয়টি খবর নিয়ে দেখছি।