Print Date & Time : 7 July 2025 Monday 1:08 pm

ভারতীয় মদসহ গোয়াইনঘাটে গ্রেফতার দুই

সিলেটের গোয়াইনঘাট থেকে ভারতীয় মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৪ জুন) রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৭ এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৭৫ মিলিলিটারের ২২ বোতল ও ৭৩৫ মিলিলিটারের ২৪ বোতল মদ জব্দ ও সময় দুইজনকে আটক করা হয়।

রোববার (২৫ জুন) ৭ এপিবিএনের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা, হলেন গোয়াইনঘাট উপজেলার মুসলিমপাড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র ডালিম আহমদ অপরজন একই গ্রামের কবির আহমদের পুত্র রেজাউল করিম।

আর্মড পুলিশের এসআই দীপক কুমার পাল বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৫,২০২৩//