পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে নিজের প্রথম সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আলোচনার সুযোগ খুব কম। কারণ কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলে নয়াদিল্লি ‘বর্ণবাদী’ পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি নয়াদিল্লি নিন্দা করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কয়েক সপ্তাহ পর জাতিসংঘ পরিদর্শন করে বৃহস্পতিবার বিলাওয়াল বলেন, ভারত-অধিকৃত ‘জম্মু ও কাশ্মীরে একটি বর্ণবাদী নীতি প্রয়োগ করা’ দেশের সঙ্গে কাজ করা কঠিন। ২০১৯ সালে একতরফাভাবে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিল করে, কেন্দ্রের সঙ্গে আত্তীকরণ করে।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা এই সত্য সম্পর্কে খুব সচেতন যে অর্থনৈতিক কার্যকলাপ, সংলাপ, কূটনীতি শেষ পর্যন্ত দেশগুলোর একে অপরের সঙ্গে জড়িত থাকার এবং বিরোধ সমাধানের উপায়। বিলাওয়াল বলেন, আমি শুধু লক্ষ্য করছি যে বিশেষ করে এই মুহূর্তে এই আক্রমনাত্মক, প্রতিকূল আচরণের প্রেক্ষিতে এটি ঘটার বাস্তবিক সম্ভাবনা খুবই সীমিত।
৩৩ বছর বয়সী বিলাওয়াল ভারতের সাম্প্রতিক নির্বাচনী আসনগুলোর পুনর্বিন্যাসেরও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন হিমালয় অঞ্চলে মুসলমানদের ভোট কমিয়ে দেয়ার লক্ষ্যে এমনটা করেছে ভারত সরকার। এই মাসের শুরুর দিকে নয়াদিল্লি নির্বাচনের আগে এই অঞ্চলের একটি নতুন নির্বাচনী মানচিত্র উন্মোচন করে। এতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো হিন্দুদের উপস্থাপন বেশি দেখানো হয়।
জা// দেশতথ্য //২০-০৫-২০২২//০৮.১৭ পি এম

Discussion about this post