নির্যাতন থেকে বাঁচার আঁকুতি চেয়ে ভিডিও প্রকাশ
হিন্দুধর্ম ত্যাগ করে মুসলিম তরুণীকে বউ বানিয়ে পাচার করেছে। সহায়তা চেয়ে পাঠানো তরুণীর ভিডিও নিয়ে তোলপাড় অবস্থা।
ভারতে পাচার হয়ে যাওয়া এক তরুণী পাচারকারীর বন্দী শিবির গৃহবন্দি হয়ে আটক রয়েছে। তার ওপর চলছে অকথ্য শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। বন্দি জীবন থেকে মুক্ত হয়ে দেশে দেশে ফিরতে চায় সে।
আকুতি জানিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি শিবিরের একটি ভিডিও ফুটেজ ছেড়েছে। এই তরুণীর ভিডিওটি এই প্রতিবেদকের ফেসবুক এ্যাকাউন্টে ট্যাক করা হয়েছে। এ নিয়ে চলছে তোলপাড়। তরুণী তার বাড়ি রংপুর বিভাগের লারমনিরহাট জেলার হাতীবান্ধা বলে জানান। পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেনি।
ভিডিওর সূত্রে জানা যায়, ঢাকায় হিন্দু যুবক শুভ ওরফে তিলকের সাথে পরিচয় হয় ওই তরুণীর। পরিচয় সূত্র ধরে প্রেম তার পর বিয়ে হয়। শুভ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে তাঁকে বিয়ে করে। বিয়ে হয় ঢাকায়। বিয়ের কয়েকদিন পর সে বুঝতে পারে স্বামী একটা প্রতারক। সে তাঁকে প্রতারণার শিকার বানিয়েছে।
ততক্ষণে তরুণীর বাড়ি ফেরার সকল প॥ত বন্ধ হয়ে গেছে। শুভ তাঁকে বন্ধুদের সহায়তায় ঢাকায় গৃহবন্দি করে রাখে। পরে তার হাত – পা ও মুখ বেঁধে কাঁটাতারের বেড়া পার করিয়ে ভারতে নিয়ে যায়। ভারতের শিলিগুড়ির ঘোড়ার মোড়ে একালায় তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে ভিডিওতে দাবি করে। সেখানে তার ওপর শারীরিক, মানষিক ও যৌন অকথ্য নির্যাতন করা হচ্ছে।
তার সমস্ত শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলে দাবি করেছে ভিডিওতে। সে দেশে ফিরতে চায়। তাঁকে শুভ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ে করেছে তার কাবিন নামা ভিডিওতে দেখায়।
লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, এ বিষয়ে আমার জানা নেই। ভিডিওটি আমায় ট্যাক করে দেন। বিষয়টি দেখব।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২২//

Discussion about this post