Print Date & Time : 15 May 2025 Thursday 12:55 am

ভারতে পালাতে গিয়ে খাদ্য কর্মকর্তা আটক

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারীর সরকারি খাদ্য গুদামের ইনচার্জ খাদ্য পরিদর্শক ফেরদৌস আলম ভারতে পালিয়ে যাওয়ার সময় শনিবার গভীর রাতে দইখাওয়া সীমান্তে পুলিশের হাতে আটক হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোটমারী সরকারি খাদ্য গুদামের ২৫০ মেঃটন চালের কোন হিসেব নেই। পাচার হওয়া ৬শত বস্তা চাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশ উদ্ধার করেছে।

এঘটনায় শুক্রবার কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক বাদি হয়ে কালীগঞ্জ থানায় গোডাউন ইনচার্জ ফেরদৌসকে আসামি করে মামলা দায়ের করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দৈইখাওয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আগেই আটক করেছে। সরকারি চাল পাচারের ঘটনায় জেলা প্রশাসক ৪ সদস্যের তদন্ত টিম গঠন করেছে। তারা ৫ কর্ম দিবসে গোডাউনের তদন্ত করে রিপোর্ট দাখিল করবেন।