Print Date & Time : 15 May 2025 Thursday 7:15 pm

ভারতে যাওয়া অনূর্ধ্ব-১৮ নারী দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক:
ভারতের জামশেদপুরে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলে করোনার হানা। প্রথম ধাপের পরীক্ষায় এক খেলোয়াড়সহ দলের তিনজনের কোভিড শনাক্ত হয়েছে। ত্রিদেশীয় সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে দেশটিতে গেছে গোলাম রব্বানী ছোটনের মেয়েরা।

শনিবার সন্ধ্যায় টিম হোটেলে ওঠে বাংলাদেশ। ওইদিন খেলোয়াড়সহ স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। ফলাফলে আসে শনাক্তের খবর। বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

টিম হোটেলে সোমবার আবারও কোভিড পরীক্ষা হবে শামসুন্নাহারদের। নেগেটিভ না আসা পর্যন্ত পুরো দলকেই থাকতে হবে আইসোলেশনে।

রবিবার সকালে হোটেল কর্তৃপক্ষ ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুমতিতে হোটেলের ছাদে খেলোয়াড়দের স্ট্রেন্থ এবং কন্ডিশন সেশন করান গোলাম রব্বানী ছোটন।

আসরের প্রথম ম্যাচে ১৭ মার্চ নেপালের বিপক্ষে নামবে লাল-সবুজের দলটি। ১৯ মার্চ ভারতের বিপক্ষে লড়ার পর ফিরতি পর্বে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ফের স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দৈনিক দেশতথ্য//এল//