সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ইমেগ্রেশন রুট দিয়ে পাঁচ দিনের সরকারি রাষ্ট্রীয় সফরে সপরিবারে ভারত ও ভুটান গেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বুডিমারীর ওপারে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দও ও ভারতীয় ইমেগ্রেশন রুটে প্রবেশ করে বাণিজ্যমন্ত্রী।
তিনি মুলত বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চলাচলের চুক্তি এবং প্রটোকলের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছে।
বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফেরার পথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে যে, ট্রেনিং ক্যাম্প (শিলিগুড়ি ক্যাম্প) হতে মুক্তিযোদ্ধারা মিলিটারি বা আর্মস প্রশিক্ষণ নেয় সেটি পরিদর্শন করবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
তিনি সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিজয় দিবসের দিনে ২৬ মার্চ সকালে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরবে। ২৬ মার্চ পাটগ্রামের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে বলে জানা গেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুড়িমারী স্থলবন্দরে মঙ্গলবার সকালে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ প্রমুখ।
এদিকে এবারের বাণিজ্যমন্ত্রীর এই রাস্ট্রীয় সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে লালমনিরহাটের মানুষ মনে করছে। লালমনিরহাটের ব্যবসায়ী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু জানান, উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে লালমনিরহাটের মোগলহাট বন্দও ও রেলওয়ে যোগাযোগ টি চালু করতে। এবারে বাণিজ্যমন্ত্রী সেই বিষয়টি গুরুত পাবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//