Print Date & Time : 4 September 2025 Thursday 11:39 am

ভারত থেকে অক্সিজেন আসছে বাংলাদেশে

ঢাকা অফিস : প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহন করবে বাংলাদেশে। ২৪ এপ্রিল দেশটিতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়।

এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে। ২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়।

সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এগুলো বাংলাদেশে পাঠানো হবে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, ভারত সরকার নিজেদের মহামারি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে করোনার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।