আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুন) সকালে দলীয় কার্য্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ও মনিরা সুলতানা মনি, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবু সাহাদাত সায়েম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভাইস চেয়ারম্যান এজাদুল ইসলাম পারুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ওয়াহেদ টাওয়ারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম রফিক ও অন্যান্য নেতৃবৃন্দ ৭৫ পাউন্ডের এক বিশাল কেক কেটে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//