Print Date & Time : 15 May 2025 Thursday 7:32 pm

ভালুকায় তাঁতীলীগের পূর্বের কমিটি বহাল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখা তাঁতীলীগের কমিটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ২৫ মে জেলা তাঁতীলীগ সভাপতি মো. হামিদুল হক ও সাধারণ সম্পাদক মো. আমানুল ইসলাম জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান উপজেলা তাঁতীলীগের পূর্বের পূর্ণাঙ্গ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি বহাল রয়েছে

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ তাঁতীলীগ ভালুকা উপজেলা শাখার গত ২৩/০৫/২০২৪ইং তারিখে একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটি অসাংগঠনিক, অবৈধভাবে দেওয়া হয়েছে। তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ভালুকা উপজেলা তাঁতীলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্বের ০৪/০৯/২০২৩ইং তারিখের ০৩ (তিন) বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এস.এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এইচ ফরহাদ নেতৃত্বাধীন ৬১ সদস্য বিশিষ্ট কমিটি বহাল রয়েছে।
ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. আমানুল ইসলাম জলিল বলেন, গত ২৩/০৫/২০২৪ইং তারিখে সোহানুর রহমান আলমকে আহাবায়ক ও হারুন অর রশিদকে সসদস্য সচিব করে ভালুকা উপজেলা তাঁতীলীগের ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এস.এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এইচ ফরহাদ নেতৃত্বাধীন ৬১ সদস্য বিশিষ্ট কমিটি বহাল রাখা হয়েছে। এই কমিটিকে সহযোগীতা করা জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতাদের অনুরোধ করছি।

দৈনিক দেশতথ্য//এইচ//