আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
এর মধ্যে ডাকাতি প্রস্তুতির সময় ৬ জন এবং মাদক বিরোধী অভিযানে ২ জনকে আটক করা হয়। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল (০৯ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৪টা ৫ মিনিটে ভালুকা থানার কাঁঠালী সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হয়ে বিভিন্ন বসতবাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে এসআই (নিঃ) গোবিন্দ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান রোডের মনিরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৮), শাহীভাগের জাবেদ আলীর ছেলে মো. মনির হোসেন (২৮), চুনারুঘাট গণশ্যাপুরের হাসান আলীর ছেলে মো. শাজাহান মিয়া (২৭), হবিগঞ্জ নবীগঞ্জের ফরিদপুরের সুজন মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), মো. মাখন মিয়ার ছেলে মো. আব্দুল মমিন রুমন (২৪) ও ময়মনসিংহের ধোবাউড়া ঝিগারগাদিয়া গ্রামের মো. আব্দুল কাদের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো দা, ২টি টর্চলাইট, ১টি হেক্সো ব্লেড, ১টি লোহার পাইপ, ১টি রশি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।
অপরদিকে, একইদিন রাত ১১টা ৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিটাল এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মোঃ শাহজামাল (৪৫) ও মোঃ কামরুল হাসান (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন,ডাকাতি ও মাদক চক্রের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্ধারিত ধারা অনুযায়ী মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।