আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনুর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ের টুর্নামেন্টের খেলা উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা সরকারি কলেজ মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ ওয়াহেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম (হাজী রফিক), উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধীতপুর ইউনিয়ন বনাম ভালুকা সদর ইউনিয়ন ও ভরাডোবা ইউনিয়ন বনাম কাচিনা ইউনিয়ন অংশ গ্রহণ করে। খেলার শুরুতে একটি দেশাত্ববোধক নৃত্য পরিবেশন করেন হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
সিন্ধু//দৈনিক দেশতথ্য//৫ জুলাই,২০২৪//

Discussion about this post