Print Date & Time : 7 July 2025 Monday 7:35 pm

ভালুকায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে রাস্তা অবরোধ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার যাত্রী ও পথচারীরা।

জানা যায়, উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় রাস্তা অবরোধ করে সুষ্ঠু বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।
পরে সেনাবাহিনী, র‌্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ভোক্তভোগি শিক্ষককে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।