শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে সেভেন স্টার হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ আগস্ট) বিকেলে পৌর শহরের সেভেন স্টার হোটেল মালিককে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
জানা যায়, বিকেলে স্থানীয় সংবাদকর্মী শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ছয়জন শিক্ষককে নিয়ে সেভেন স্টার হোটেলে খাবার খেতে যান।
এ সময় তারা খাবারে তেলাপোকা দেখতে পেয়ে হোটেল মালিককে জানালে উল্টো হোটেল মালিক তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সালমা খাতুনকে জানালে তিনি ওই হোটেলে গিয়ে বিভিন্ন খাবার পরিদর্শন করেন।
এ সময় হোটেলে অনিয়ম এবং খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হলে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ ও মানসম্মন খাবার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান ।
আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২