আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা উত্তরা ডিবি পুলিশের একটি দল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আউলাতলী গ্রামের মরহুম আবদুল খালেক মাস্টারের ছেলে। তিনি ভালুকা উপজেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ছিলেন।
ভালুকা মডেল থানা সূত্রে জানা, ঢাকা উত্তরা ডিবি পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি আলোচিত হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ঢাকা উত্তরা ডিবি পুলিশের একটি দল তাকে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। মামলাগুলোতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

Discussion about this post