রোমান আহমেদ, জামালপুর : ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন গান প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী সাইফ শুভ ।’এই শহরে’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে গানটির অডিও রেকর্ড এবং মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মুহাম্মদ শোয়াইবের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজন সাহা।গানটি প্রসঙ্গে সাইফ শুভ জানান,প্রাপ্তিতে নয়, বরং ত্যাগেই ভালোবাসার প্রকৃত সুখ নিহিত থাকে। ভালোবাসার জন্য ত্যাগী হতে পারাটা, আদর্শ প্রেমের নিদর্শন।’এই শহরে’ গানটি একদম অন্যরকম কথা-সুর এবং সঙ্গীত আয়োজনের একটি বিরহী গান। কলকাতা সহ ভারতের বেশ কিছু সুন্দর লোকেশনে গানের মিউজিক ভিডিও’র শুটিং শেষ হয়েছে। গানটির ভিডিও নির্মাণে কাজ করেছেন কোলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী, ও তারতিনি আরো জানান, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেইজ, অফিসিয়াল ওয়েবসাইট সহ স্টুডিও জয়া’র সকল ডিজিটাল প্লাটফর্মে দর্শক-শ্রোতাদের জন্য একযোগে অবমুক্ত করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post