নিজস্ব প্রতিবেদক : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’, কুষ্টিয়া ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য কুষ্টিয়া ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সাধারণ সম্পাদক পাখি গবেষক এস আই সোহেল, মানুষ মানুষের জন্য কুষ্টিয়া ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ,সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান (পলল) মানুষ মানুষের কুষ্টিয়ার সদস্য আশিকুর রহমান আবির, ইদ্রিস আলী, আব্দুর রহমান প্রমুখ। এ সময় ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে প্রথমে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা পুলিশ, সরকারি দপ্তরসমূহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কুষ্টিয়া প্রেসক্লাবের নেতারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post