Print Date & Time : 4 July 2025 Friday 5:03 pm

ভাষা সৈনিক চুন্নু মিয়া’র মৃত্যুবার্ষিকী ২রা মার্চ


২ মার্চ বুধবার ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরী চুন্নু মিয়া’র ১৫তম মৃত্যু বার্ষিকী। রেজা করিম চৌধুরী চুন্নু মিয়া একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাসহ একাধারে একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৩৩৮ বঙ্গাব্দ ২২ ভাদ্র (১৯৩২ সালে ৪ঠা সেপ্টেম্বর) ভোলার বোরহান উদ্দিন উপজেলা কুতুবা ইউনিয়নে আবদুল জব্বার মিয়া বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মজিবল হক চৌধুরীও ছিলেন তৎকালীন এমএলএ। ১৯৫০ সালে বোরহানউদ্দিন হাই স্কুল থেকে মেট্রিক পাস করে ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরী ঢাকা কলেজ এইচএসসিতে ভর্তি হন। ঢাকা কলেজে অধ্যয়নের সময়ই তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি’র আগের দিন ১৪৪ ধারা ভেঙ্গে ৮/১০ জনের ঢাকা কলেজ ছাত্রদের একটি খন্ড মিছিল নিয়ে এসেম্বলি হলের কাছে এলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় উক্ত মিছিল থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এক মাস জেল খাটার পর তাকে ছেড়ে দেওয়া হয়। রাজনৈতিক কর্মকান্ডের জন্য ১৯৫৪ সালে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। ১৯৭০ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন তিনি। দেশ মাতৃকার স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে তিনি সক্রিয় অংশ নেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের নেতৃত্ব দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি গণপরিষদের সদস্য (এমসিএ) নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও আবদুল জব্বার কলেজে তিনি শিক্ষকতাও করেছেন। বোরহানউদ্দিন থানার প্রথম উ”চ শিক্ষা প্রতিষ্ঠান আবদুল জব্বার কলেজের তিনি প্রতিষ্ঠাতাও। তিনি দীর্ঘদিন বোরহানউদ্দিন থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//